এক সপ্তাহের মধ্যেই অনুমোদন পাচ্ছে দেশে তৈরি করোনা টিকা

| আপডেট :  ২৫ এপ্রিল ২০২১, ০৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৫ এপ্রিল ২০২১, ০৭:২২ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে আবারও বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। এমনকি বাংলাদেশেও বেড়েছে মৃত্যু ও সংক্রমণ। আর এমন পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি টিকা বঙ্গভ্যাক্স।

জানা গেছে, বাংলাদেশের গ্লোব বায়োটেকের করোনার টিকা ‘বঙ্গভ্যাক্স’ এক সপ্তাহের মধ্যেই নৈতিক অনুমোদন দেয়া হবে। ইতোমধ্যে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে রোববার (২৫ এপ্রিল) তিনি বিষয়টি জানান। তিনি বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করা তিনটি ভ্যাকসিনকে গত বছরের অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রি-ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।