হেফাজতে ইসলামের নায়েবে আমির গ্রেফতার

| আপডেট :  ২৪ এপ্রিল ২০২১, ০২:৪১ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৪ এপ্রিল ২০২১, ০২:৪১ অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে দেশব্যাপী করা হেফাজতে ইসলামের ধ্বংসাত্মক কর্মসূচির পর গত দুই সপ্তাহ যাবৎ একের পর এক গ্রেফতার করা হচ্ছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের। আর এরই ধারাবাহিকতায় এবার গ্রেফতার করা হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে।

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে রাজধানীর পশ্চিম আগারগাঁও থেকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, রাজধানীর পশ্চিম আগারগাঁও থেকে ডিবির তেজগাঁওয়ের একটি টিম আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।

এসময় তিনি আরও জানান, আব্দুল কাদেরের বিরুদ্ধে পুরোনো কিছু মামলা রয়েছে। তাছাড়া হেফাজতে ইসলামের সম্প্রতি তাণ্ডবের ঘটনায় যে মামলা হয়েছে, সে মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে।