‘হাওয়া’ থেকে মণিহার হলে এক দিনে ৩ লাখের বেশি আয়

| আপডেট :  ৬ আগস্ট ২০২২, ০৫:২৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ৬ আগস্ট ২০২২, ০৫:২৭ অপরাহ্ণ

‘হাওয়া’ সিনেমা যেনো দমকা হাওয়ার মতই চমক দেখালেন। ‘হাওয়া’ সিনেমা দেশের চলচ্চিত্রে অন্যন্য মাত্রা এনে দেওয়ার পাশাপাশি নতুন আলোর মুখ দেখতে চলেছে দেশের চলচ্চিত্র শিল্প। ‘সাদা সাদা কালা কালা’ গান, সিনেমাটির ট্রেইলার এবং অভিনব প্রচারণার কৌশল দর্শকদের বেশ মন কেড়ে নিয়েছে।

সিনেমাটি গেল মাসের ২৯ জুলাই মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই দেশের সিনেমা হলগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। মুক্তির পরই প্রায় সবগুলো হলে হাউজফুল ছিলো বলে জানান হল গুলোর পরিচালক ও মালিকেরা।

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি দাপটের সঙ্গে ব্যবসা করছে। এখন দেশের ৪১ সিনেমা হলে চলছে এই ছবি। শুক্রবার (৫ আগস্ট) সিনেমাটি যশোরের মণিহার সিনেমা হলে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে। এদিন আয় করেছে তিন লাখ দুই হাজার ৪০০ টাকা। তথ্যটি নিশ্চিত করেছে সিনেমাটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।

মণিহার সিনেমা হলের কর্ণধার জিয়াউল ইসলাম মিঠু গণমাধ্যমে বলেন, ‘শুক্রবার তিন লাখের বেশি টাকা সেল হয়েছে। দীর্ঘদিন পর ব্যবসা করতে পেরে খুশি। যেন প্রাণে পানি ফিরে পেলাম।’

‘হাওয়া’ সিনেমাটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম, বাবলু বোস প্রমুখ।