সেদিন কী ঘটেছিল নরসিংদী স্টেশনে?, মুখ খুললেন সেই শিলা

| আপডেট :  ৩১ মে ২০২২, ০৪:০৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩১ মে ২০২২, ০৪:০৮ অপরাহ্ণ

নরসিংদী রেলওয়ে স্টেশনে ‘অশালীন’ পোশাক পরার অজুহাতে এক ত’রুণীকে হে’নস্তা করার কথা প্রাথমিক জি’জ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রে’প্তার মার্জিয়া ওরফে শিলা আক্তার।সোমবার (৩০ মে) রাতে সংবাদভিত্তিক একটি বেস’রকারি চ্যানেলকে এ তথ্য জানান র‌্যা’বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

মার্জিয়া ওরফে শিলা আক্তারকে গ্রে’প্তারের পর প্রাথমিক জি’জ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য তুলে ধরে খন্দকার মঈন বলেন, ‘প্রাথমিক জি’জ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, সেদিন স্টেশনে ভি’কটিম ত’রুণী ট্রেনের জন্য অপেক্ষারত ছিলেন। একই সময়ে আ’সামি মার্জিয়া ওরফে শিলা আক্তারও রেল স্টেশনে যান। স্টেশনে যাওয়ার পর ভি’কটিম ত’রুণীকে অ’পমান-অ’পদস্থ করেন মার্জিয়া। ই’ভটিজিংয়ের ইঙ্গিতে কথা বলেন। ভি’কটিম ত’রুণী এর প্র’তিবাদ করেন।

প্র’তিবাদ করলে গ্রে’ফতার নারী ভি’কটিম ত’রুণীর সঙ্গে রাগারাগি শুরু করেন। তার পর তাকে চার-পাঁচ জন ব্যক্তি সাপোর্ট করেন। এভাবেই সেখানে ভি’কটিমকে হে’নস্তা করা হয়। তখন ওই ত’রুণী সেখান থেকে স্টেশন মাস্টারের কক্ষের দিকে দৌড়ে যেতে চান। প্রাথমিক জি’জ্ঞাসাবাদে তিনি এতটুকুই বলেছেন।’

কী কারণে তার সঙ্গে এমন আচরণ করা হলো এ বি’ষয়ে এই র‌্যা’ব কর্মকর্তা বলেন, ‌‘ওই নারী ঠিক কী কারণে এমনটা করেছেন, সেটি আমাদের কাছে এখনও পরিষ্কার না। তবে আমরা যেটা তার বক্তব্য থেকে পেয়েছি তা হলো, ভোর ৫টার দিকে তারা দুজন স্টেশনে ছিলেন। মার্জিয়ার কাছে ভি’কটিম ত’রুণীর ড্রেসটি ভালো লাগেনি বিধায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।’

খন্দকার আল মঈন আরও বলেন, ‘জি’জ্ঞাসাবাদের সময় ওই নারী একটু উদ্ভট আচরণ করছিলেন। তিনি তার স্বামীর নাম বলছিলেন না। ঠিকানা পাচ্ছিলাম না। ধরতেও বেগ পেতে হয়েছে। তার মধ্যে মা’নসিক প্রতিব’ন্ধী সাজার একটা প্রবণতা ছিল।’

গ্রে’ফতার আ’সামির শা’স্তির বি’ষয়ে তিনি বলেন, ‘গত রবিবার ভোরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় নারী ও শি’শু নি’র্যাতন দ’মন আইনে মা’মলা হয়েছে। বেশ কয়েকটি ধারায় মা’মলাটি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে আ’সামিও করা হয়েছে। এখন ত’দন্ত কমিটি ঘটনার ত’দন্ত করে আ’দালতে পাঠাবে। আ’দালত সবকিছু বিচার-বিশ্লেষণ করে শা’স্তির বি’ষয়ে সিদ্ধান্ত নেবে।’

এদিকে ত’রুণীকে হে’নস্তার ঘটনায় গ্রে’প্তার মার্জিয়া আক্তারের (৬০) তিন দিনের রি’মান্ড মঞ্জুর করেছেন আ’দালত। সোমবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদীর সিনিয়র জু’ডিশিয়াল ম্যা’জিস্ট্রেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন।আ’সামি মার্জিয়া আক্তার নরসিংদী সদর উপজে’লা মোড় এলাকার বাসিন্দা। পেশায় ঘটক এই নারী শিলা, শায়লাসহ একাধিক নামে পরিচিত।