রাসূল সা:-এর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন ব্রাজিল বিমান বাহিনীর এই কর্মকর্তা

| আপডেট :  ৩১ মে ২০২২, ০৩:২২ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩১ মে ২০২২, ০৩:২২ অপরাহ্ণ

জন লুক ডি কিয়ারা। ব্রাজিলের বিমান বাহিনীর কর্মকর্তা। ছিলেন একজন ক্যাথলিক খ্রিস্টান। রাসূল সা:-এর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। শুধু তাই নয়; এখন সবাইকে শ্বাশত এ শান্তির ধর্মে প্রবেশের আহ্বানও জানান তিনি।

নিজের ইসলাম গ্রহণের ব্যাপারে জন লুক ডি জানান, তিনি ব্রাজিলের সর্ববৃহৎ শহর সাও পাওলোতে থাকতেন। এ সময় রাসূল সা:-এর সাদাসিধে জীবন ও অনন্য ব্যক্তিত্ব তাকে দারুণভাবে আকৃষ্ট করে। মানুষের সাথে রাসূল সা:-এর ওঠাবসা, তাঁর শিক্ষা ও উত্তম চরিত্রে তিনি মুগ্ধ হন। তারপর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন জন লুক।

জন লুক ডি কিয়ারা আরো জানান, অনুরূপভাবে আল্লাহর বাণী পবিত্র কুরআনুল কারিমও তাকে ইসলামের প্রতি আগ্রহী করে তোলে। তিনি মনে করেন-প্রতিটি মানুষের জন্যই তাতে উপদেশ রয়েছে।

তিনি বলেন, কুরআনের মধ্যে আদর্শিক সুখী জীবনের সন্ধান পেয়েছি। আমি এখনো অনুভব করি- যেদিন আমি কালিমায়ে শাহাদাত পাঠ করেছিলাম, সেই দিনটি আমার কাছে মনে হয়েছিল-আমি হয়তো মাত্রই জন্মগ্রহণ করলাম। সূত্র : মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড